• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Daily Nobojug
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Daily Nobojug
No Result
View All Result
Home বিনোদন

বছর জুড়েই আলোচনায় শাকিব-বুবলী, পরী-মিমের বিবাদ

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
December 28, 2022
in বিনোদন
0
বছর জুড়েই আলোচনায় শাকিব-বুবলী, পরী-মিমের বিবাদ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

শোবিজ অঙ্গনে আলোচনা-সমালোচনা, ভাঙা-গড়া, সফলতা-ব্যর্থতার বছর ছিল ২০২২। এ বছর শোবিজের অনেক জনপ্রিয় তারকার নাম বিভিন্ন কারণে উঠে এসেছে সংবাদের শিরোনামে। ২০২২ সালে শোবিজ অঙ্গনের আলোচিত বিভিন্ন ঘটনা  পাঠকদের জন্য তুলে ধরা হলো।

নায়ক অভিকে বেঁধে যৌন নির্যাতন করতেন বাঁধন
ঢালিউডের নায়ক অনিক রহমান অভিকে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে আটকে ৯ মাস যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-এর কাছে লিখিত অভিযোগ জানানো হয়। পরে ৪ জানুয়ারি গাজীপুরের নগরীর ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে অভিসহ ২০ জনকে উদ্ধার করে। প্রতিষ্ঠানটির মালিক ফিরোজা নাজনীন বাঁধনসহ পাঁচজনকে আটক করে র‌্যাব।

শিল্পী সমিতির নির্বাচন
২৮ জানুয়ারি একইদিনে অনুষ্ঠিত হয় দেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের শিল্পীদের বড় দুটি সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। কিন্তু বছরজুরেই আলোচনা সমালোচনার কেদ্রে ছিলো চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে জায়েদ খান ও নিপুনের দ্বন্দ্ব। সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে চান ২ জনই। নিপুণ দাবি করেন তিনিই সাধারণ সম্পাদক, জায়েদ খানও হাল ছাড়েন না। যতটা না সিনেমা নির্মাণে সরব শিল্পী সমিতির সদস্যরা, তার চেয়ে বেশি সরব ক্ষমতার জন্য। সাধারণ মানুষ থেকে শুরু করে সিনেমাপ্রেমিরা এই ঘটনায় যতটা না খুশি হয়েছেন তার চেয়ে বেশি বিব্রত হয়েছেন। শেষ পর্যন্ত বিষয়টি আদালতের গড়ায়। পরে আপিল বিভাগের রায়ে নিপুণ বৈধতা পান।

মাহিয়া মাহি-জেনিফার দ্বন্দ্ব
‘আশীর্বাদ’ সিনেমা মুক্তির আগেই সিনেমাটির প্রযোজক ও নায়ক-নায়িকার বিবাদ শুরু হয়। পাল্টা-পাল্টি অবস্থানের নিয়ে নোংরা বাকযুদ্ধে লিপ্ত হন তারা। প্রায় ১৫দিন ধরে চলা সেই বিবাদ। ২৫ আগস্ট বিএফডিসিতে ৫ ঘন্টাব্যাপী মিটিংয়ের পর তাদের মধ্যকার দ্বন্দ্ব সমাধান করেন চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির নেতারা।

শাকিব-অপু-বুবলী
শাকিব খানের সঙ্গে জুটি হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক বুবলীর। রূপালি পর্দার মতোই বাস্তব জীবনেও অভিনয় করে গেছেন এই জুটি। বছর শেষে তাদের বিয়ে ও সন্তানের খবর চাউর হয়। মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়ে ঢালিউডপাড়ায়! সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন বুবলী। এরপর তো নানারকম নাটকীয়তায় মোড় নেয় তাদের ঘটনা। একজনের সংসার বাঁচানোর আকুতি, আরেকজনের সংসার থেকে দূরে সরে যাওয়ার টালবাহানা। এরপর তাদের ইস্যুতে যোগ হয় নাকফুল। বুবলী বলেন, নাকফুল উপহার পেয়েছেন। অপরজনের দিব্যি অস্বীকার। একই সেটে শুটিং করলেও কেউ কারো সঙ্গে কথা পর্যন্ত বলেননি! এর মধ্যেই ঘটনা উস্কে দেন অপু বিশ্বাস। শুরু হয় বুবলী-আপুর কাদা ছোড়াছোড়ি। সর্বশেষ ৪১ মিনেটের একটি ভিডিওতে সব বলে দেন বুবলী।

পরীমণি ও বিদ্যা সিনহা মীমের বিবাদ
গত অক্টোবরে ‘দামাল’ সিনেমার প্রচারণায় গিয়ে দ্বন্দ্বে জড়ান পরীমনি ও বিদ্যা সিনহা মিম। নিজের স্বামী রাজ ও মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন পরী। এরপরই একই মাধ্যমে পরীকে উদ্দেশ্য করে পাল্টা উত্তর দেন মিম। এ নিয়ে আবার পরীরও পাল্টা জবাব দেন। সঙ্গে নির্মাতা রায়হান রাফিকে ‘দালাল’ হিসেবে তকমা দেন পরী। এভাবেই বেশ কিছুদিন চলে তাদের বাকযুদ্ধ।

ওমর সানী ও জায়েদ খান থাপ্পড়-পিস্তলকাণ্ড
সিনেমাপাড়ায় আলোচিত ঘটনাগুলোর একটি ওমর সানী, মৌসুমী ও জায়েদ খানের দ্বন্দ্ব। ত্রিমুখী এই সমালোচনার শুরুটা হয় চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে। জুনের দিকে সানী অভিযোগ করেন তাদের (সামী-মৌসুমী) ২৭ বছরের সংসার ভাঙার চেষ্টা করছেন জায়েদ খান। সানী জানান, মৌসুমীকে বিরক্ত করছে জায়েদ। এ নিয়ে সানী-জায়েদের মধ্যে তুমুল জগড়াও হয়। খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে পিস্তল বের ক‌রে সানী‌কে মেরে ফেলার হুম‌কি দেন জায়েদ। একটা সময় মুখ খুলতে বাধ্য হন মৌসুমী। তবে তার বক্তব্য ছিল সানীর বিপরীতে। মৌসুমী জানান, জায়েদ ভালো ছেলে, সানী ভাই মিথ্যা বলছে। তার এমন বক্তবে স্পষ্ট হয়ে ওঠে, ভালো যাচ্ছে না তাদের সংসার জীবন। মাসখানে ধরে চলা এই গণ্ডগোল অবশেষে দূর হয়। কিন্তু এখনো জায়েদ খানের সঙ্গে সানী-মৌসুমীর দূরত্ব রয়ে গেছে।

অনন্ত জলিল-অনন্য মামুনের দ্বন্দ্ব, বর্ষার বিস্ফোরক বক্তব্য
এরপর গেল কোরবানির ঈদে রায়হান রাফির ‘পরাণ’, অনন্য মামুনের ‘সাইকো’ আর জনপ্রিয় মুখ অনন্ত জলিলের বিগ বাজেটের সিনেমা ‘দিন : দ্য ডে’র প্রচারণা নিয়েও শুরু হয় বাকযুদ্ধ। প্রশ্ন তোলা হয় অনন্ত জলিলের ১০০ কোটি টাকা বাজেটের সিনেমা নিয়েও। সিনেমা মুক্তির পরপরই নির্মাতা অনন্য মামুনকে বাজে মন্তব্য করে বসেন অনন্ত। মামুনকে সামনে পেলে কান ধরিয়ে ওঠবস করাবেন বলেও একটি বেসরকারি টিভি চ্যানেলে মন্তব্য করেন তিনি। পাল্টা উত্তরে মামুন বলেছেন, ‘মি. অনন্ত জলিল সাহেব, আমি আপনার বেতনভুক্ত কর্মচারী নই, ব্যাপারটা মাথায় রাখবেন।’

আবার এক সাক্ষাৎকারে বর্ষা জানান, রায়হান রাফিকে সে চেনে না। তার ভাষ্য, ‘রাজ নামের কাউকে চিনি না। একজন নায়িকার জামাই, সেটা শুনেছি।’ এর ক’দিন পরই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বর্ষা বলেন, ‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হেরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদেরকে অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।’ ততক্ষণে বর্ষার এই কথাগুলো নিয়ে শুরু হয় তুমুল তর্ক-বিতর্ক। এই গণ্ডগোলের মধ্যে এন্টি হয় পরীমনির। অনন্তর সমালোচনা করে ফেসবুক স্ট্যাটাস দেন পরী।

‘কাঁটাতারের ভেতর থেকে’ শিল্পী সমাজের প্রতিবাদ
আলোচিত চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ‘শনিবার বিকেল’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। যা দেশের বাইরে প্রশংসা কুড়িয়েছে, আলোচিত হয়েছে ব্যাপকভাবে। কিন্তু, সিনেমাটি এখনো এদেশে মুক্তি পায়নি। দীর্ঘ দিন ধরে মুক্তি জটিলতায় আছে সিনেমাটি। বিভিন্নজন বিভিন্ন সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার দাবি তুলেছেন। কিন্তু, এ বছরই প্রথম ১২৯ জন সংস্কৃতিকর্মী শনিবার বিকেল সিনেমার মুক্তি চেয়ে উদ্বেগ প্রকাশ করেন। যা প্রশংসার দাবি রাখে এবং ‘শনিবার বিকেল’ সিনেমার প্রতি ভালোবাসায় সিক্ত করে। ‘শনিবার বিকেল’ মুক্তি না পেলেও এতো সংখ্যক সংস্কৃতিকর্মীর একাত্মতা মুগ্ধ করেছে সিনেমাটির পরিচালক ও কলাকুশলীদের।

বিমানবন্দরে ভক্তদের ভালোবাসায় সিক্ত শাকিব খান
দীর্ঘ নয় মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ১৭ আগস্ট দেশে ফিরেছেন সুপারস্টার শাকিব খান। এদিন তাকে স্বাগত জানাতে নায়কের অফিশিয়াল ফেসবুক গ্রুপে ভক্তদের নির্দিষ্ট তারিখে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল। আর তাই তো দেশের বিভিন্ন জায়গা থেকে অনুরাগীরা সাড়া দিয়ে বিমানবন্দরে ভিড় করেন। তবে বিষয়টি নিয়ে বিতর্ক উঠেছিলো। সেই সময় অনেকই বলেছিলো-শাকিব খান বিমানবন্দরে লোক ভাড়া করে এনেছেন।

মীর সাব্বির-ইসরাত পায়েল কাণ্ড
মিসেস ইউনিভার্সের অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। এই অনুষ্ঠানের অভিনেতা উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ করে বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’। মিসেস ইউনিভার্সের মঞ্চে উপস্থাপিকা ইসরাত পায়েলকে মজা করেই কথাগুলো বলেছেন মীর সাব্বির। কিন্তু এই ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক।

ডকুমেন্টারির কথা বলে অ্যাওয়ার্ড দিয়ে গেলেন নোরা!
পাঁচ শর্তে ঢাকায় নোরা ফাতেহিতে আসার অনুমতি দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুমতিপত্রে ‘ক’ নম্বর শর্তে বলা হয়, ‘ভারতীয় অভিনেত্রী নোরা ফতেহিকে ১৮ নভেম্বর একদিন (যাতায়াত সময় ব্যতীত) বাংলাদেশে আগমন/অবস্থান করে ডকুমেন্টারি শুটিংয়ের কাজে অংশগ্রহণ করতে হবে। বর্ণিত সময়ের মধ্যে তিনি অন্য কোনো কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না।’ এসব শর্ত মেনে নিয়েই ‘উইমেন লিডারশীপ কর্পোরেশন’ ঢাকায় নিয়ে আসে বলিউডের এই সুন্দরীকে। যদিও নোরা ঢাকায় আসার আগেই প্রতিষ্ঠানটিরে নামে শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে। অনুষ্ঠানে মঞ্চে উঠলেও নেচে দর্শক মাতাতে পারেননি বলিউড এই সুন্দরী। কেবল একটি গানে অন্য ড্যান্সারদের নাচের সঙ্গে হাত তালি দিয়েছেন নোরা। নিজের নাচের ঝলক দেখাননি তেমন কোনো। তবে মঞ্চে হাজির হয়ে নারীদের নিয়ে কিছু কথা বলেন নোরা এবং নারীদের হাতে অ্যাওয়ার্ডও প্রদান করেন। এতে বিরক্ত হন দর্শক। টিকিট কেটে নোরার নাচ দেখার জন্য সেখানে গিয়েছিলেন দর্শক। কিন্তু সেটা হয়নি। অনুষ্ঠান শেষে অনেকই টিকিটের টাকা ফেরত চেয়েছিলেন।

অমিতাভ-শাহরুখের পাশে চঞ্চল
১৫ ডিসেম্বর বিকেলে উদ্বোধন হয়েছে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৮তম আসর। সেখানেই মমতা ব্যানার্জির আমন্ত্রণে উপস্থিত হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বলিউড বাদশাহ শাহরুখ খান। ছিলেন বলিউড-টলিউড-ঢালিউডের আরও অনেক তারকা। তবে বাংলাদেশি দর্শকের চোখ আটকে গেলো সেই মঞ্চে চঞ্চলকে দেখে। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে একেবারে অমিতাভ-শাহরুখের পাশেই ছিলেন তিনি। গর্বিত মনে চঞ্চলের বন্দনায় মেতেছেন দেশের নেটিজেনরা।

দীঘি-রায়হান রাফীর ঝগড়া
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা দীঘির জন্ম শিল্পী পরিবারে। দীঘি শিশু মডেল হিসেবে জনপ্রিয়তা পান অনেক আগে। সেই দীঘি এখন নায়িকা। অন্যদিকে রায়হান রাফি কয়েকটি সিনেমা পরিচালনা করে পরিচিতি পেয়েছেন। কিন্তু, বছর শেষে হঠাৎ করেই এই পরিচালক দীঘিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। যা বেশিরভাগ মানুষ ভালোভাবে নেননি। এর জবাবে দীঘিও মুখ খুলেছেন। দু’জনের এমন মন্তব্যে বের হয়ে আসে সিন্ডিকেট রহস্য। দীঘির অভিযোগ, রায়হান রাফি তাকে সিনেমায় নেওয়ার কথা বলে বাদ দিয়েছেন। অন্যদিকে রাফির অভিযোগ, দীঘিকে টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হতে হবে। শেষে দীঘি ফেসবুকে স্ট্যাটাস দেন, সিন্ডিকেটের এমন আচরণে তিনি অসুস্থ হয়ে পড়েন।

Previous Post

কেমন ছিল ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায়?

Next Post

বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post
বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.