
২৫-২৬ ফেব্রুয়ারী ২০০৯ তারিখে পিলখানায় তৎকালীন বিডিআর সৈনিকগন বিদ্রোহ করেছিলেন এবং যুগপৎ নৃশংস হত্যা সংগঠিত হয়েছিল। হত্যাকান্ডের বিচার-পরবর্তী রায় প্রকাশিত হওয়ার কথা ছিল ৩০ অক্টোবর ২০১৩ তারিখে। ঐ উপলক্ষ্যে পোর্টাল বাংলাদেশ ডট কম বিশেষ প্রতিবেদন প্রকাশ করার ঘোষনা দিয়েছিল।
২৯ অক্টোবর ২০১৩ এক বিজ্ঞপ্তিতি কর্তৃপক্ষ জানিয়েছে যে, নিরাপত্তা জনিত কারনে সেই ৩০ অক্টোবর প্রকাশ করা হবেনা। অতএব, পোর্টাল বাংলাদেশ ডট কম-ও তাদের প্রতিবেদন ৩০ অক্টোবর তারিখে প্রকাশ করবেনা। তবে অদুর ভবিষ্যতে যদি রায় প্রকাশ করা না হয়, তাহলে এই প্রতিবেদনটি এমনিতেই পাঠকের জন্য প্রকাশ করা হবে।
